আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের ক্ষতিপূরণের অতিরিক্ত মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২৭ জন ভূমি মালিককে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো.হারুনুর রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক ড.অনুপম সাহা,জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো.ইয়াছিন হিরু প্রমুখ।