জনশক্তি রিপোর্ট: অবশেষে জানাগেল লেবাননে প্রবাসী এমডি মেহদী হুসাইন মৃত্যু রহস্য। হত্যা নয় বরং তিনি নিজেই গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন। মেহদী হুসাইনের পোস্টমর্টেম রিপোর্ট থেকে এমনটি জানা যায়।
এমডি মেহদী হাসান গত ২২এপ্রিল আনুমানিক বিকেল ৪টার দিকে লেবাননে মেতন সিটির ঝালা এলাকায় নিজ বাসায় গলায় ফাঁদি দিয়ে আত্মহত্যা করেন। পাসপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী মেহদী হুসাইনের বাড়ি চাঁদপুর জেলায়, তার বাবা নাম মো. খোরশেদ আলম, মায়ের নাম জীবন নেসা, তার বয়স হয়েছিল ২৪ বছর।
জানাযায়, এমডি মেহদী হুসাইন মারা যাবার পর অভিযোগ উঠে তাকে কে বা কারা খুন করেছে। বিষয়টি খতিয়ে দেখেন বাংলাদেশ দূতাবাস। তদন্ত শেষে মেডিকেল রিপোর্ট থেকে জানা যায়, হত্যা নয় বরং আত্মহত্যা করেছে এমডি মেহদী হুসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, লেবাননে তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মেহদী হুসাইন আত্মহত্যা করে থাকতে পারে।