•আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
•বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আনোয়ারা প্রেস ক্লাবের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) উপজেলা মিলনায়তনে এ চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
•উক্ত অনুষ্ঠানে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,সদর ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব,উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী, উপজেলা বাস্তবান কর্মকর্তা জামিরুল ইসলাম ও কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ পারভেজ।
•অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক,যুগ্ম সম্পাদক খালেদ মনছুর, অর্থ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন, আক্কাস উদ্দীন,জাহাঙ্গীর আলম, তৌহিদুল ইসলাম, ইমরান হোসাইন, কোরবান আলী টিটু, মোহাম্মদ সোহেল, রেজাউল করিম সাজ্জাদ ও মহীউদ্দীন মন্জুর।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।