উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সাংবাদিকসহ মানিকগঞ্জে ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। শনিবার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ আরো জানান, আক্রান্তদের মধ্যে জেলার ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলায় কর্মরত বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও তার ক্যামেরাম্যানরয়েছে। নতুন করোনায় আক্রান্ত অন্যরা হলেন, সদর উপজেলায় আটজন, হরিরামপুরে নয় জন, ঘিওরে দশজন, সাটুরিয়ায় দুইজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ জন।