ইভিএম পদ্ধতিতে নির্বাচনে হলে ভোটের ব্যালট ছিনতাইয়ের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার সকালে, চট্টগ্রাম সার্কিট হাউজে ৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিন এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ইভিমের মাধ্যমে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, তাই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো হবে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। তবে এখনো পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।