ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের হাতে আউয়াল খান নামে একজন নিহত হয়েছে। এ সংর্ঘষে নিহতের পুত্র কবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায় সোমবার সকালে উপজেলার তারুন্দিয়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আউয়াল খানের সাথে তার চাচাতো ভাই সাইফুল এক সংর্ঘষ হয়। এতে আউয়াল খান (৫৫) ও তার ছেলে কবির (২৫) গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাদেরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন আউয়াল খানের অবস্থার অবনতি ঘটলে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করলে ঢাকা যাওয়ার পথে আউয়াল খান মারা যান।
ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে।