ফের দুঃসংবাদ এলো ভারত শিবিরে। দলটির বোলিং ডিপার্টমেন্টে ফের থাবা বসিয়েছে ইনজুরি। এবার চোটাক্রান্ত হয়েছেন পেসার নবদীপ সাইনি।
নিজের স্পেলের অষ্টম ওভারের পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান সাইনি। ঘটনাটি নিয়ে আফসোসের সীমা নেই ভারতীয় শিবিরে। কারণ ওই বলে অসি তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের উইকেটটি পেতে পারতেন সাইনি।
তার বল লাবুশেনের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু অধিনায়ক অজিঙ্কা রাহানে সেই ক্যাচ নিতে পারেননি। জীবন পান অসি তারকা। ৪৮ রানে জীবন পাওয়া ইনিংসকে টেনে ১০৮ রানে নিয়ে যান লাবুশানে। দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন।
অথচ সেই বলে উইকেট না পেয়ে নিজেই ইনজুরির কবলে সাইনি।
নবদীপ সাইনির চোটের বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ড টুইট করেছে। টুইটে একটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে।
যেখানে দেখা গেছে, সাইনিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
টুইটবার্তায় বিসিসিআই জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত স্ক্যান করানো হচ্ছে ভারতীয় পেসারকে। এরপরই জানা যাবে তার চোট কতটা গুরুতর।
UPDATE – Navdeep Saini has now gone for scans.#AUSvIND https://t.co/pN01PVnFfx
— BCCI (@BCCI) January 15, 2021
অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই চোট ভোগাচ্ছে ভারতকে। সফরের আগ মুহূর্তে ছিটকে যান পেসার ইশান্ত শর্মা।
প্রথম টেস্টের আগে আঙুলের সমস্যায় ছিটকে যান আরেক পেসার মোহাম্মদ সামি। দ্বিতীয় টেস্টের পর উমেশ যাদবকে হারায় ভারত। পেটের ব্যথায় শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরা।
পিঠের ইনজুরির কারণে শেষ টেস্টে খেলছেন না ভারতের ঘূর্ণি জাদুকর রবিচন্দ্র অশ্বিনও। সিডনি টেস্টে ম্যাচ বাঁচানোর নায়ক ছিলেন তিনি।