ময়মনসিংহ জেলায় আরও ৩৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদরে ২৪ জন, ঈশ্বরগঞ্জে তিনজন, ভালুকায় দুইজন, মুক্তাগাছায় দুইজন, তারাকান্দা, হালুয়াঘাট ও ফুলবাড়িয়ায় একজন করে রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ২৯৮ জন।
আজ আরও ৩১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৫ জন। মারা গেছেন ২৪ জন।