আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
কর্ণফুলীর শিকলবাহার ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। বুধবার (২৮ আগস্ট) বিকালে শিকলবাহার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে পূবালী সল্টকে ২০ হাজার, কিষোয়ান লাচ্ছা সেমাই কে ২০ হাজার টাকা,বনফুল এন্ড কোম্পানিকে ১৫ হাজার টাকা ও নিউ পোলার আইসক্রিম কারখানা কে ২০ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরিজী এ অভিযান পরিচালনা করেন।
জানতে চাইলে ইউএনও সৈয়দ শামসুল তাবরিজী বলেন,মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করি।এবং এই অভিযান চলমান থাকবে।