বিনোদন ডেস্ক: গত ১ সেপ্টেম্বর রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন সালমা। তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সাফিয়া নূর। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই শিল্পী। তিনি নাবগত সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন।
গত বছর ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা। সাগর আইনজীবী। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। এটি সাগর-সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে।
২০১১ সালে সালমার প্রথম বিয়ে হয় শিবলী সাদিকের সঙ্গে। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম হয়। তার নাম স্নেহা। ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।
সালমার শৈশব কেটেছে কুষ্টিয়ায়। সেখানে লালনকন্যা হিসেবে পরিচিত তিনি। সব ধরনের গানে নিজেকে মেলে ধরতে চান এই শিল্পী। সালমা নিয়মিত স্টেজ শো এবং চলচ্চিত্রের প্লেব্যাক করে থাকেন।
এস রহমান/জনশক্তি