এম. মাহাবুবুর রহমান নাজমুল, জেলা প্রতিনিধি, ভোলা।।
ভোলার চরফ্যাশনের জ্যাকব এভিনিউ হর্কাস মার্কেটে একই পণ্য বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। বাজার মূল্য মনিটরিং না করায় দোকানিরা নিজেদের ইচ্ছা মতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। আবার একই বাজারের লঞ্চঘাট, মাছ বাজারের দোকানগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা করে। শুধু পেঁয়াজই নয় নিত্যপণ্য সবগুলোরই একই অবস্থা। ৩৫ টাকা হালির জায়গায় ৩৮ থেকে ৪০ টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। চিনিসহ বিভিন্ন পণ্যেরই দাম দু’রকম এই বাজারে।
বাজারের এক ক্রেতা বলেন, এক বাজারে দুই ধরনের দাম। আমি সদর বাজার থেকে চিনি কিনলাম ৫৭ টাকা করে। একই চিনি বাজারের পুর্ব মাথা থেকে কিনতে হচ্ছে ৬০ থেকে ৬২টাকা দিয়ে।
সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।