এম. মাহাবুবুর রহমান নাজমুল, জেলা প্রতিনিধি, ভোলা।।
ভোলার চরফ্যাশনের দুলার হাট থানা পুলিশ বাদসু (৩০) সাইদুল নামের দুই ব্যাক্তিকে দুটি চোরাই গরুসহ আটক করে বৃস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছেন। বাদসু ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়নগর ৯ নং ওয়ার্ডের মতলব রাড়ির ছেলে। সাইদুল পটুয়াখালীর দশমিনা উপজেলার দলার চর গ্রামের মোশারেফ মিয়ার ছেলে।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মিজনুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।