এম. মাহাবুবুর রহমান নাজমুল,জেলা প্রতিনিধি,ভোলা: চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত টিউমার রোগে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল তার টিউমার সার্জারি করা হয়। তার দ্রæত আরোগ্য কামনায় চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে সোমবার বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম. আবু সিদ্দিক, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাসমহল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে দোয়া মোনাজাতে সহ-সভাপতি ইয়াছিন আরাফাতের আরোগ্য কামনায় দোয়া করা হয়।