কোরবান আলী টিটু,আনোয়ারা (চট্টগ্রাম)
———————————————————–
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রানকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে নালায় ফেলা হচ্ছে বর্জ্য।নিত্যদিন বাজারের ময়লা ও বর্জ্য নালার পানিতে ফেলে পরিবেশকে নোংরা ও দুষিত করে চলছে। উপজেলা পরিষদ প্রশাসনের কোন নিষেধই মানছেন না তারা।সরেজমিনে দেখা যায় এই নালার পানিতে চাতরী চৌমুহনীর সারা বাজারের ময়লা-আবর্জনা,বর্জ্য ফেলা হচ্ছে। এই নালাটিতে বর্জ্য ফেলার কারনে পানি চলাচলে প্রতিবন্দকতা ও পরিবেশ দুষিত হচ্ছে। এছাড়াও সিএনজি থামাতে নিষেধ থাকার পরও ট্রাফিক পুলিশ বক্সের পাশেই যেন সিএনজি স্টেশন। অধিকাংশের অভিযোগ সিএনজি রাখাতে ময়লা জমে থাকে।এর ফলে সাধারন মানুষের চলাচলে অসুবিধা,দূর্গন্ধ ও দূর্ভোগ পোহাতে হচ্ছে।প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবেশ গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।এমনকি শিশু-কিশোরদের মানসিকতা বিকাশেও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ জরুরী। অনতিবিলম্বে কতৃপক্ষের নজরদারী বাড়াতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান,এর কোন ব্যবস্হা নিব,আশারাখি খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।