জাকির হোসেন জীবন(জাবি) প্রতিনিধি:
“পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন” এই স্লোগান কে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখোর পরিবেশে আজ শুক্রবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আয়োজনের মধ্যে ছিল আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণসহ নানা অনুষ্ঠানমালা।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের উদ্যোগে আয়োজিত পাখি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড.ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যেড.ফারজানা ইসলাম বলেন- পাখি আমাদের অকৃত্রিম বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই পাখিদের নিরাপদ বসবাসের পরিবেশে রক্ষা করা ও পাখি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি।
মেলা শেষে পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য: পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ২০০১ সাল থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করা হচ্ছে।
জনশক্তি/এমএইচ