মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে ২ মেয়র, ৯ সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৭ সাধারণ কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এসব মেয়র ও কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী উপস্থিত ছিলেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আবু নইম মোঃ বাশার (নৌকা) ও বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইঁয়া জয়কে (ধানের শীষ) প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
সংরক্ষিত নারী আসনে ১ নং ওয়ার্ডে এফএম রিপন আক্তার ফজলু (আনারস) ও পারুল আক্তার পেয়েছেন (চশমা)। ২নং ওয়ার্ডে মরিয়ম আক্তার ( বলপেন), লাইলী বেগম ((জবা ফুল) আরমিন সুলতানা শিল্পী (চশমা) ও তাসরিন নাহার ( আনারস) প্রতীক পান। ৩ নং ওয়ার্ডে পারভীন আক্তার (চশমা), আলেয়া বেগম ( আনারস) ও ফরশেদা পেয়েছেন (জবা ফূল) প্রতীক।
সাধারণ আসনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আঃ সোবহান ( পানির বোতল) ও আতাউর রহমান পেয়েছেন ( উঠপাখি) প্রতীক।
২নং ওয়ার্ডে আব্দুল গফুর (উটপাখি) ও মোঃ গিয়াস উদ্দীন পেয়েছেন (পানির বোতল) প্রতীক।
৩নং ওয়ার্ডে মোঃ সমেজ উদ্দীন (উটপাখি) ও শফিকুল ইসলাম পেয়েছেন ( পানির বোতল) প্রতীক।
৪নং ওয়ার্ডে মো: হাবিবুর রহমান রাজিব ( টেবিল ল্যাম্প), মো: আজম খান ( পাঞ্জাবি), শের আলী (উটপাখি), মহিদুর রহমান ( ডালিম) ও মো: রিয়াজুল ইসলাম পেয়েছেন (পানির বোতল) প্রতীক।
৫নং ওয়ার্ডে মো: রেজাউল করিম টিপু (উটপাখি) ও মোঃ হারুন অর রশিদ খান পেয়েছেন (পানির বোতল) প্রতীক।
৬নং ওয়ার্ডে সোহেল রানা ( পানির বোতল), নুরুল ইসলাম ( উটপাখি) ও সহিদুল হক খান পেয়েছেন (টেবিল ল্যাম্প) প্রতীক।
৭নং ওয়ার্ডে হাবু মিয়া (পাঞ্জাবী), নুরুল আলম বাবুল ( উটপাখি), মাহফুজ সরকার (ডালিম) ও মো: আহসান হাবিব পেয়েছেন ( পানির বোতল) প্রতীক।
৮নং ওয়ার্ডে কামরুল হোসেন খাঁন (উটপাখি), শহিদুল ইসলাম ডালিম (ডালিম), আওলাদ হোসেন (পানির বোতল) ও মোঃ কামাল হোসেন পেয়েছেন (গাজর) প্রতীক।
৯নং ওয়ার্ডে মোহাম্মদ শামসুল ইসলাম (গাজর), মজিবুর রহমান (উটপাখি), ও সুজন মিয়া রসুল পেয়েছেন (পানির বোতল) প্রতীক।
উল্লেখ্যঃ আগামী ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাইর পৌরসভার ভোট গ্রহন হবে।