জনশক্তি ডেস্ক: ১৫ বছরের ছোট রোহমান শোলের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের খবর পুরনো। ইতোমধ্যে চাউড় হয়েছে বিয়ের গুঞ্জনও। যদিও সুস্মিতা তা উড়িয়ে দিয়েছেন।
সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে রোহমানের বিয়ে নিয়ে যখন গুঞ্জন ডালপালা মেলছে, তখন সুস্মিতার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন প্রেমিক রোহমান শোল।
ছবিটিতে এখন পর্যন্ত ৭০ হাজার লাইক পড়েছে। মঙ্গলবার সুস্মিতাই ইনস্টাগ্রামে নিজের মিষ্টি ছবিটি শেয়ার করেছেন।
ক্যাপশনে লেখেন-‘মেকিং এ উইশ।’ ছবিটি দেখে সাবেক বিশ্বসুন্দরীর অসামান্য রূপই শুধু সামনে আসেনি, সঙ্গে প্রকাশ পেয়েছে রোহমান শোলের ট্যালেন্টও।
হ্যাঁ, এই ছবিটি যেটি কিনা ৬৮ হাজার লাইক পেয়েছে, সেটি রোহমানেরই তোলা। সুস্মিতা হ্যাশট্যাগ দিয়ে লেখেন- বার্থডে মান্থ, উইশলিস্ট ও ইউনিভার্স কন্সপায়ার্স।
রোহমান ইতিমধ্যে অনেক বিখ্যাত ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন। ইদানীং তাকে সুস্মিতার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে। কোথাও তারা একসঙ্গে কাজ করছেন, কোথাও সুস্মিতার মেয়েদের সঙ্গে আনন্দ করছেন।
সুস্মিতা ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হন। বলিউডে ১৯৯৬ সালে দস্তক ছবিতে তার অভিষেক হয়। এ ছাড়া বিবি নাম্বার ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হু না ছবিতে তিনি ছিলেন।
জনশক্তি/এস