রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি কাগজের কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার পর রাজ্জাক প্যাকেজিং ফ্যাক্টরি নামের ওই কারখানাটিতে আগুন লাগে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যা কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান বলেন, দুপুর ১২টা ৩৪ মিনিটে কার্টন তৈরির ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।