আমিনুর রহমান:
মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রঘাতে.এনামুল হোসেন সাব্বির (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ধল্লা ইউনিয়নের গান্দারদিয়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ছিল। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫ টার দিকে এ বজ্রঘাতের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়। এরই মধ্যে স্কুল ছাত্র এনামুল হোসেন সাব্বির বাড়ির পাশে আম কুড়াতে বেড় হয়। এসময় হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় ঢাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন।