এস রহমান সোহেল,আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আজমান কারামায় শুক্রবার ১৯জুলাই প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান আল কারিম ট্রাভেলস এর যাত্রা শুরু।
প্রতিষ্ঠানের স্পন্সর আলামজান সুলতান, প্রতিষ্ঠানের সত্তাধিকারী মোহাম্মদ সামির আলম ফিতা কেটে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।
দীর্ঘ কয়েক বছর যাবত আমিরেতে বাংলাদেশের ভিসা বন্ধ থাকলেও বসে নেই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
সামির আলম বলেন আমার এ ব্যবসা প্রতিষ্ঠানটি অনেক আগে থেকে চালু করার কথা থাকলেও বাংলাদেশের ভিসা চালু হবার অপেক্ষায় ছিলাম, এখনো কোন সু সংবাদ না পাওয়ায় পাকিস্থানি এবং ইন্ডিয়ান নাগরিকদের দিয়ে আমি ট্রাভেলসটি চালু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাকিল হোসেন,মোঃ বোরহানুল করিম ফয়সাল, ইয়াসিন মিয়া, কাওসার আলম, আনিসুর রহমান খান, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, খোকন মিয়া, কাজী নাজমুল হুদা, সাব্বির আহমেদ, সোহেল,আসলাম,আসিক, আরিফ প্রমুখ।