জনশক্তি ডেস্ক: ভারতীয় গান গুনগুন করায় শাস্তি পেতে হল ২৫ বছর বয়সী সুন্দরী এক পাকিস্তানি তরুণীকে। তিনি পাকিস্তানি বিমান বাহিনীতে কর্মরত।
পাকিস্তানি পতাকা লাগানো টুপি পরার সময় ওই তরুণী ভারতীয় গান গুনগুন করেন। আর এতেই বিপত্তিটা ঘটে। নিয়মের লঙ্ঘন করার অভিযোগে তার বেতন ও ভাতা বৃদ্ধি দুবছরের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
গত সোমবার ওই নারীকে শাস্তি দেন পাকিস্তানের বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা৷
জানা যায়, পাকিস্তানি তরুণীর ওই গানের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, যা সংবাদের শিরোনামেও জায়গা করে নিচ্ছে৷ নিয়মের লঙ্ঘন করায় ওই তরুণীর বেতন ও ভাতা বৃদ্ধি দুবছরের জন্য বন্ধ করে দিয়েছে এএসএফ৷
শুধু তাই নয়, ওই তরুণীকে স্পষ্ট বলে দেয়া হয়েছে- ভবিষ্যতে ফের এমন ভুল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে৷
উল্লেখ্য, ভারতের গুরু রান্ধওয়ার জনপ্রিয় গান গুনগুন করে গাচ্ছিলেন ওই পাকিস্তানি তরুণী।
ভিডিও-
জনশক্তি/এস