করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে অসহায় তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে পৌরসভার বান্দুটিয়া দুধবাজার এলাকায় এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, সেমাই, চিনি, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
করোনা ভাইরাস প্রদুর্ভাবের শুরু থেকেই মানিকগঞ্জ পৌর যুবলীগ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে পৌরসভার বান্দুটিয়া দুধবাজার এলাকার তিন শতাধিক দরিদ্র পরিবারের হাতে ঈদসামগ্রী তুলেদেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজক খান আপেল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম উল্লাহ লিল্টু ও পৌর যুবলীগ নেতা মশিউর রহমান।
এসময় যুবলীগ নেতা শুভ, ইমন চৌধুরী রনি, কাজল শিকদার, নূর মোহাম্মদ নূরা, খাইরুল আলম মিলন, সেকেন্দার আলী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুলতানুল আজম খান আপেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তিনিও ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। পৌরবাসীর খাদ্য ও চিকিৎসাসেবার প্রয়োজন হলে সাথে সাথে তাকে জানানোর অনুরোধ জানান তিনি।
যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, করোনা ভাইরাস প্রদুর্ভাবের শুরু থেকেই সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে রয়েছে পৌর যুবলীগ। অসহায় দরিদ্র জনগোষ্ঠীকেদেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে পৌরসভার বান্দুটিয়া দুধবাজার এলাকার তিন শতাধিক দরিদ্র পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার আরো ৬ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী পৌছে দেওয়া হবে।