আর একটি রাজ্যও বাকি থাকল না, যেখানকার মানুষ করোনায় মৃত্যু দেখেনি। যুক্তরাষ্ট্রে সংক্রমণ এমনভাবেই ছড়িয়ে পড়েছে যে, পুরো ৫০ রাজ্যেই মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সর্বশেষ রাজ্য হিসেবে ওয়াইয়োমিংয়েতে ১ জন মারা যান প্রাণঘাতী এই ভাইরাসে। এক টুইট বার্তায় রাজ্যের গভর্নর মার্ক গর্ডন বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের যে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম, সেই ওয়াইয়োমিংয়ে ২৭০ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। কাছাকাছি অবস্থানে আছে আলাস্কা, ২৭২ জন। তবে আলাস্কাতে প্রাণহানির ঘটনা ঘটেছে আগেই, যা গতকাল প্রথমবারের মতো ঘটল ওয়াইয়োমিংয়েতে।
যুক্তরাষ্ট্রে প্রতি মুহূর্তেই করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বদলে যাচ্ছে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ১৭৩ জন। মৃতের সংখ্যা ২৩ হাজার ৬৪৪। সেরে উঠেছেন প্রায় ৩৭ হাজার মানুষ।
শুধু একটি রাজ্য নিউইয়র্কেই আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ, যা অন্য কোনো দেশেও দেখা যায়নি। সেখানে প্রাণহানি ঘটেছে ১০ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত এবং মৃতের এই সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে নিউ জার্সি, আক্রান্ত ৬৪৫৮৪ মৃত ২৪৪৩।