জনশক্তি রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগঞ্জে(২৮মে:) বৃহস্পতিবার বিকেলে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর ভাটের বাড়ির ক্বারী শরিয়াত উল্লাহ (কারী সাহেব) হুজুরের ছেলে আলমগির হোসেন ভাট (৪০) আম পাড়তে গিয়ে পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
বাড়ীর লোকজন জানান, আলমগির হোসেন ভাট নিজ বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন।লামচর ইউনিয়নের বেড়ী বাজার সংলগ্ন রসুলপুর ভাটের বাড়ীর আলমগির হোসেন ভাটের মর্মান্তিক মৃত্ব্যর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আলমগির হোসেন ভাট তিন সন্তানের জনক ছিলেন। বড় মেয়ের বয়স ৭ বছর, মেঝো ছেলের বয়স ৫ বছর এবং ছোট ছেলের বয়স মাত্র ১৪ দিন বলে জানায় মৃতের পরিবার।