জনশক্তি রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুরে বামনীতে জহুরুল-আশুরা ফাউন্ডেশনের উদ্যগে উপহার পেলো শতাধিক অসহায় পরিবার। সোমবার সকালে বামনী ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়িতে এ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান তাফা্জ্জল হোসেন মুন্সী,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হুদা ইউপি, সদস্য জহুরুল ইসলাম চৌধুরী, হারুনুর রশিদ জহির,আ’লীগ নেতা সফিকুর রহমান মৃধা, ইউছুফ আজম সিদ্দিকি, আলমগীর হোসেন সুপার, সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নুরনবী সুজন,বাবু সুজন কুমার ঘোষ,হেলাল চৌধুরী, সেলিম ডালি,আনোয়ার ডালি,আবুল কাশেম,কিরন চৌধুরী সহ অন্যরা।
৫কেজি চাউল,২কেজি আলু,পেঁয়াজ,চনা,বুডের ডালসহ ১২/৫০০ কেজিসহ উপহার বিতরণ করা হয়।