রাস্তায় ঘুরে ঘুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন রিকশা ও ভ্যান চালকদের খাবার সামগ্রী দিয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার চান্দহর ইউনিয়নের বেশ কিছু রিকশা ও ভ্যান চালকদের হাতে খাদ্য সামগ্রী নিজ হাতে তুলেদেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, পিয়াজ আলুসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন বলেন, করোনাভাইরাস প্রভাবে চান্দহর ইউনিয়নের বহু খেটে খাওয়া দিনমজুরের পাশাপাশি রিকশা ও ভ্যান চালকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন করছে। করোনাভাইরাসে প্রাদুর্ভাবের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজের পক্ষে সামর্থ অনুযায়ী এসব কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে আসছি। এরই অংশ হিসেবে সোমবার বেশ কিছু রিকশা ও ভ্যান চালকদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর আগে দিনমজুর ও অভাবগ্রস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনাভাইরাস দুর না হওয়া পর্যন্ত আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে। দেশের এই ক্রান্তিকালে ধর্ণাঢ্য ব্যক্তিদের যার যার অবস্থান থেকে সমাজের কর্মহীন শ্রমজীবি ও অসহায় হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।