খুলনায় রেল স্টেশন থেকে রেলের সরকারি তেল চুরির সময় র্যারের হাতে আটক হয়েছে দুই যুবক।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় তেল চুরির সাথে জড়িত ৫নং ঘাট এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২২) ও অাব্দুল খালেকের ছেলে মো. মালেক (২৭) কে আটক করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী র্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, অনেক অাগে থেকে সরকারি রেলের তেল চুরি হয় এ ধরনের গোয়েন্দা তথ্য ছিলো। অাজ রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চোরাই তেলসহ স্থানীয় মেসার্স তিন্নি এন্টারপ্রাইজের ২জনকে আটক করা হয়েছে। এছাড়া সরকারি তেল চুরির সাথে জড়িত বাকি সদস্যরা পালিয়ে গেছে। তাদেরকে আটকের জন্য অভিযান চলছে।