লেবাননে দাহিয়া এলাকার আল-মিরাইজি থেকে করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে প্ররণের সেই বাংলাদেশী মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তাকে রফিফ হারিরি সরকারি হাসপাতালের করোনা জরুরী বিভাগ হতে সকল পরিক্ষা নিরিক্ষা শেষে করোনা ভাইরাস নেই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে শারিরিক অসুস্থ থাকায় তাকে করোনা জরুরী বিভাগ থেকে সাধারণ জরুরী বিভাগে স্থানান্ত করা হয়।
মহিলাটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ২৯ মার্চ রবিবার ওই বাংলাদেশী কর্মী রাস্তায় হেটে যাচ্ছিলেন, আল মিরাইজি টুটাল পেট্রোল পাম্প এর পাশে কাশি দিতে দিতে রাস্তায় পরে যায়। এরপর স্থানীয়রা লেবানন রেডক্রস ও বলাদিয়ার পুলিশকে খবর দেয়। ধারণা করা হয় মহিলাটি করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর লেবানন রেডক্রাস তাকে বৈরুতের রফিক হারিরি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষ নিরিক্ষা করে করোনা ভাইরাস নেই বলে জানান।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তিনি শুনেছেন, পরে খুঁজ নিয়ে জানাতে পারেন সেই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত নন।
দেখুন সেই ভিডিও: