লেবাননের রাজধানী বৈরুতে এক বাংলাদেশী মহিলা কর্মীর মৃত্য হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে আনুমানিত ১২টার সময় মারয়েলিয়াস এলাকায় ফারুক মসজিদের পাশে নিজ বাসায় তার মৃত্য ঘটে বলে খবর পাওয়া গেছে।
পাসপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী তার নাম দেলোয়ারা খতুন, তিনি সাতক্ষীরা জেলার, কালরোয় উপজেলার, বোইটা গ্রামের আব্দুল লতিফ সরদারের মেয়ে, তার মায়ের নাম আমেনা খতুন। তবে লেবাননে তিনি রুবি আক্তার পরিচিত ছিলেন, ২০১৪ সালে তিনি লেবাননে আসেন, দুই বছর বৈধ থাকার পর তিনি বৈধতা হারান। তার মৃত্যুর করণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ওমর ফারুক মোল্লা জানান, রাত বারটার দিকে তিনি খবর পেয়ে ছুটে আসেন, এসে দেখেন খাটের নিচে ওই নারি কর্মীর মৃত লাশ পরে রছেয়ে। পরে তিনি জানতে পারেন গত কয়েকদিন তার শরীরে হালকা জ্বর ছিল শরীরেও নাকি কিছুটা ব্যথা অনুভব করতেন। রাতে সে ঘুমানোর সময় খাট থেকে পরে গিয়ে ওখানেই তার মৃত্যু ঘটে। ওমর ফারুক বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা কামনা করেছেন।
বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে স্থানীয় থানার সহযোগীতায় তার লাশ উদ্ধারের ব্যবস্থা গ্রহন করেছি, হাসপাতালের রিপোর্ট হতে পেলে বলা যাবে ঠিক কি কারণে তারা মৃত্যু হয়েছে।