জসিম উদ্দীন সরকার, লেবানন: লেবাননের ডিটেনশন সেন্টারে আটক বন্দীদের মাঝে বাংলাদেশী খাবার ও ইফতার বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। গত ৮ মে শুক্রবার লেবাননের জেল কোড মেনে এ খাবার বিতরণ করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বাংলাদেশ দূতাবাস আটককৃতদের মাঝে খাবার বিতরণ করে থাকে, এরি ধারাবাহিকতায় দূতাবাস বন্দী প্রবাসীদের মাঝে এই খাবার বিতরণ করেন।
খাবারের মধ্যে ছিল পানি, বাংলাদেশী মুড়ি, চানাচুর, খেজুর, ড্রাই কেক সহ আরো বেশ কিছু শুকনো খাবার।
দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন লক ডাউন থাকায় বন্দী প্রবাসীরাও কঠিন সময় পার করছে। অনেকর আত্বীয় স্বজন বন্ধ-বান্ধন থাকলেও দেখা করা সম্ভব হচ্ছেনা। পাশাপাশি বর্তমানে জেল খানার খাবারের বাহিরে কোন খাবার পাচ্ছেনা এসকল বন্দী প্রবাসীরা। তাদের এ সকল বিষয় বিবেচনা করে প্রতি সপ্তাহে জেল কোড মেনে তাদের খাবার দেয়া হয়। তারি অংশ হিসেবে এই খাবার দেয়া হয়েছে।
তিনি আরো জানান, পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।
ডিটেনশন সেন্টারে আটককৃতদের সরকারি খরচে বা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে নিতে মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।