বরিশাল প্রতিনিধি: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আবুল বাশার।
তিনি ১৯৭০ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী গ্রামে জন্মগ্রহন করেন। তিনি আরজি কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ও বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করেন।
আবুল বাশার তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সালে প্রাইম ব্যাংক লিমিটেড এ চাকরিতে যোগদান করেন। ২০০১ সালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অদ্যাবধি শাহজালাল ইসলামী ব্যাংকেই এবং বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি হিসাবে কর্মরত আছেন। শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড তারই হাতে গড়া ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের একজন নমিনি পরিচালক।
তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।