ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুুুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি আলহাজ্ব মাহাতাবুর রহমান নাছির, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আয়উব আলী বাবুল, সহ-সভাপতি হাজী আব্দুল করিম, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ, ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাছান ও সংগঠনের নেতৃ বৃন্দ এবং প্রবাসী কমিউিনিটি ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে এক সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষ ভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এস রহমান/জনশক্তি