মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে সানজিদা আক্তার (৯)নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া (ডাবলব্রীজ) বাসস্ট্যান্ড এলাকায় সড়ক সংলগ্ন খাদে পড়ে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সানজিদা আক্তার উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে ও একই উপজেলার গোবিন্দল মহিলা কওমিয়া মাদ্রাসার ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশু সানজিদা তার বড় বোন হাবিবা আক্তারের (১০) সাথে সোমবার আনুমানিক দুপুর ২টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের মেদুলিয়া (ডবলব্রীজ) বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে খাদে গোসল করতে নামে। এক পর্যায়ে অসাবধানতাবশত সানজিদা পানিতে ডুবে যায়। এসময় বড় বোন হাবিবা আক্তার অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাস্তা দি ঢাকা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সানজিদার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।