লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানান, রোববার ভোরে ইজরায়েলি ছোট একটি বাহিনী লেবাননের ইজরায়েলি সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। তারা ইজরায়েলে ঢুকে যাওয়া সাতটি গরু ধরে নিয়ে যায়।
সূত্রটি বলছে, ১৫ জন ইজরায়েলী সৈন্য দক্ষিণ লেবাননের ওয়াজানি নদীর কাছে পার্ক এবং রেস্টুরেন্টে এলাকায় তল্লাশি চালায়। তবে ইজরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করেনি, কিন্তু সৈন্যরা যখন ফিরে যাচ্ছিল তখন ইজরয়েলি সীমান্তে ঢুকে পরা লেবাননের সাতটি গরু ধরে নিয়ে যায়।
ইজরায়েলি বাহিনী নিয়মিত ভাবে লেবাননের সীমান্ত বরাবর গবাদি পশু এবং রাখালদের গতিবিধি পর্যবেক্ষণ করে, মাঝে মাঝে জিজ্ঞাসাবাদের জন্য রাখালদের ধরেও নিয়ে যায় এবং কিছুদিন পর ছেরেও দেয়। ইজরায়েল সৈন্যরা দাবি করেন যে, রাখালরা সীমান্তে হিজবুল্লাহর গুপ্তচর হিসেবে কাজ করে থাকে। কিন্তু ইজরায়েল এমন দাবির কোন প্রমান আজো পর্যন্ত দিতে পরেনি।