লেবাননে ইমাম মোল্লা ( আলী ) (৫০)নামে এক প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার ,নতুন বাজার বাসস্ট্যান্ডের বাসিন্দার আবদুল হক মোল্লা দ্বিতীয় সন্তান। তিনি চার সন্তানের জনক ছিলেন দুই ছেলে দুই মেয়ে।
জীবিকার তাগিদে গত তিন বছর আগে তিনি লেবাননে আসেন। প্রথম বছর আকামা করতে পারলেও পরের বছরগুলোতে আকামা না করতে পেরে অবৈধ ভাবে থাকতে হয়েছে। কাজ করতেন একটি পেট্রোল পাম্পে। ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যা কাজ শেষে বাসায় ফেরার পথে রোড পারাপারের সময় গাড়ির ধাক্কায় ছিটকে পরেন, স্থানীয় লোকজন রেডক্রস খবর দিলে, লেবানন রেডক্রস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
বর্তমানে নিহতের লাশ মুনছুরিয়ার ভেলবিও আলোশাহ্ হাসপাতালে মর্গে রাখা আছে।
এদিকে দেশের বাড়িতে এই দুঃসংবাদ শোনার পর তার পরিবার ও এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাংলাদেশ দূতাবাসের নিকট আবেদন জানিয়েছে যেন দ্রুত তার লাশ দেশে পাঠানো হয়।
বাংলাদেশ দূতাবাস জানান, যেহেতু ইমাম মোল্লা অবৈধ ভাবে লেবাননে বসবাস করতেছেন, আইনি জটিলতা কাটিয়ে তার লাশ খুব শীঘ্রই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।