মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) লেবাননের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, আগামী ১৫ফেব্রুয়ারি রবিবার থেকে করোনা ভাইরাসের টিকার ক্যাম্পিং শুরু হবে। তত্বাবধায়ক সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানের সাথে বৈঠকের পর তিনি একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে অবগত করে বলেন, প্রথম ব্যাচের টিকা আগামী ১৪ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় লেবাননে পৌছবে, এবং ১৫ ফেব্রুয়ারি রবিবার গ্র্যান্ড সেরাইল থেকে টিকার ক্যাম্পিং শুরু করা হবে।
ফিজার বায়োনটেকের সাথে লেবাননের ২.১মিলিয়ন টিকার চুক্তি স্বাক্ষর হয়। আগামী শনিবার ২৮০৮০ডোজ টিকার প্রথম ব্যাচ লেবাননে আসবে। মার্চের শেষ সপ্তাহে আসবে আরেকটি ব্যাচ।
স্বাস্থ্যমন্ত্রনায় বলছে যে, মার্চের শেষে তারা সর্বমোট ২৪৯০০০ ডোজ বুঝে পাবেন। এরপর আরো দুইবারে পৃথক ভাবে আসবে ৩৫০০০০ ডোজ ও ৮০০০০০ডোজ করোনা টিকা আসবে লেবাননে।